Monday, May 20, 2024
HomeUncategorizedপ্রসবের সম্ভাব্য তারিখ নির্ধারণ

প্রসবের সম্ভাব্য তারিখ নির্ধারণ

প্রসবের সম্ভাব্য তারিখ নির্ধারণ

Expected date of delivery বা সম্ভাব্য প্রসবের তারিখ নির্ধারণ অতীব দরকারি একটি বিষয়ক। বিভিন্ন উপায়ে এটি করা যায়।সম্ভাব্য প্রসবের তারিখ নির্ধারণের একটি খুব ভাল পদ্ধতি হল নাইজেল পদ্ধতি।
জার্মান প্রসূতিবিদ নাইজেল এর নামানুসারে এই পদ্ধতিটির নামকরণ করা হয়েছে। কেননা যেহেতু তিনি এই পদ্ধতিটি আবিষ্কার করেছেন। জার্মানির ডাসেলডর্ফে ১৭৭৮ সালের ১২ ই জুলাই নাইজেল জন্মগ্রহণ করেন।
নাইজেলের এই পদ্ধতি অনুসারে গর্ভধারণের সময় কাল হিসেবে ২৮০ দিন ধরা হয়। এই পদ্ধতি অনুযায়ী LMP (Last menstrual period) এর সাথে প্রথমে ১ বছর যোগ করা হয়। সেখান থেকে ৩ মাস বিয়োগ করা হয় এবং অবশেষে ৭ দিন যোগ করে প্রসাবের প্রত্যাশিত তারিখ অনুমান করা হয়।
প্রসবের সম্ভাব্য তারিখ নির্ধারণ
Pregnancy Image
এই হিসাবে শেষ মাসিকের শুরুর দিন থেকে ২৮০ দিন হয়। (40 সপ্তাহ)
শেষ মাসিকের প্রথম দিন এর সাথে ৯ মাস ৭ দিন যোগ করেও এই ফলাফল বের করা যায়।
নাইজেলের সূত্রটি হলঃ
শেষ মাসিকের শুরুর দিন + ৭ দিন।
+ ৯ ক্যালেন্ডার মাস= প্রসবের সম্ভাব্য তারিখ।
উদাহরণঃ
LMP=৪ অক্টোবর ২০২১
+ ১ বছর= ৪ অক্টোবার ২০২২
-৩ মাস= ৪ জুলাই ২০২২
+ ৭ দিন= ১১ জুলাই ২০২২
এই পদ্ধতিতে সবসময় ২৮০ দিনের হিসাব মেলে না। কেননা প্রত্যেক ক্যালেন্ডার মাসই সমান দিন নয় এবং এটি Leap Year এর হিসাব করে না।
————————
ডা. দীপংকর মন্ডল
ডিএইচএমএস (ঢাকা)
২৫/১০/২০২১
Dr. Dipankar Mondal
Dr. Dipankar Mondal
আমি ডা. দীপংকর মন্ডল। রেজিস্টার্ড হোমিওপ্যাথ। যেকোন নতুন ও পুরাতন রোগের চিকিৎসা করার জন্য যোগাযোগ করুন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments