Sunday, May 19, 2024
Homeএনাটমীনার্ভাস সিস্টেম ও 12 pair ক্রেনিয়াল নার্ভ

নার্ভাস সিস্টেম ও 12 pair ক্রেনিয়াল নার্ভ

আমাদের নার্ভাস সিস্টেম কে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি।

Nervous system:

1) Central nervous system 
2) Peripheral nervous system

Brain এবং Spinal cord মিলে central nervous system গঠিত হয়। এখন এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এ Sensory information গুলোকে নিয়ে আসে এবং Brain কে Decision make করে বা Motor output টা প্রদান করে সেটাকে Effector organ বা Effector tissue তে নিয়ে যায় Peripheral nervous system.

নার্ভাস সিস্টেম ও 12 pair ক্রেনিয়াল নার্ভস
Nervous system

পেরিফেরিয়াল নার্ভাস সিস্টেম কে আমরা দুই ভাগে ভাগ করতে পারিঃ

Peripherial nervous system:

1) Motor peripheral nervous system 
2) Sensory peripheral nervous system 

Sensory peripherial nervous system 

special sences 

general sences 

somatic 

visceral 

পেরিফেরিয়াল নার্ভাস সিস্টেম
পেরিফেরিয়াল নার্ভাস সিস্টেম
পেরিফেরিয়াল নার্ভাস সিস্টেম
পেরিফেরিয়াল নার্ভাস সিস্টেম

Special senses: কেবলমাত্র আমাদের Body এর নির্দিষ্ট একটা অংশ বা অর্গান থেকেই এই প্রকার Sence তৈরি হতে পারে। যেমনঃ 

Vision-আমাদের চোখ ছাড়া অন্য কোন Organ এটি কমপ্লিট করতে পারেনা। ঘ্রাণের অনুভব একমাত্র নাক দ্বারাই সম্ভব। টেস্ট বা স্বাদ গ্রহণ করা একমাত্র জিহ্বা দ্বারাই সম্ভব। চোখ দ্বারা যেমন আমরা শুনতে পাই না! স্পেশাল সেন্স অর্গানগুলো যেমনঃ

Vision, Olfection, Test, Hearing, Balance or Equilibrium 

General sence: এটি শরীরের অনেক অংশ থেকে তৈরি হতে পারে যেমন স্পর্শ বা Touch. এটি হাত, পা বা শরীরের অন্যান্য কোন অঙ্গে স্পর্শ দ্বারা অনুভব হয়।

এই General sence কে আবার দুই ভাগে ভাগ করা যেতে পারে।

1) Somatic sense 
2) visceral sense

এই দুই ভাগে বিভক্ত এটি।

Somatic sense: আমাদের Body এর Superficial part বা Subcutaneous tissue কিছু বা Skin থেকে কোন Sence বা Information যদি পেরিফেরিয়াল নার্ভাস সিস্টেম এ যায় তবে সেটিকে Somatic senceবলে। সোমাটিক সেন্সগুলো হলঃ

Touch, Pain, Temperature ইত্যাদি।

Locomoto system থেকে প্রাপ্ত Sence গুলো হলো somatic sence এর অন্তর্ভুক্ত। 

Locomoto system: এর অন্তর্ভুক্ত অর্গানগুলো হলো Skeletal muscle, Ligament, Joint, Capsule, (Musculoskeletal system) ইত্যাদি। Somatic sence এর অন্তর্ভুক্ত আরেকটি সেন্স হলো Proprioception sence.

এই Proprioception sence হলো এমন একটি অনুভূতি যার দ্বারা শরীরের বিভিন্ন অঙ্গের অবস্থান না দেখে বা না স্পর্শ করে অনুভবে আনা যায়। যেমন অন্ধকারে বসে থাকলেও আমাদের পা বা হাত দুটি কোন পজিশনে আছে তা ঠিকই অনুভবে আসে। চাইলে অন্ধকারে ঠিক ঠিক আমরা নাকে হাত দিতে পারি। ইত্যাদি।

Visceral sence: শরীরের অভ্যন্তরীণ অঙ্গ গুলির অস্তিত্বের অনুভূতি Viscera বা শরীরের প্রধান গহ্বরের অভ্যন্তরীণ অঙ্গগুলি, বিশেষ করে পেটের মধ্যে, যেমন অন্ত্র ইত্যাদি থেকে যে সকল Information আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যাবে তখন তাকে Visceral sence বলে। যেমন Abdominal colic. এ জাতীয় ধরনের বেদনাকে Dull pain বলে। এই জাতীয় বেদনা Abdominal distension এর জন্য অথবা Viscera এর কোন Abnormal movemen জন্য হতে পারে। 

আমাদের Consciousness উপর ভিত্তি করে Sensory peripheral nervous system কে আবার দুই ভাগে ভাগ করতে পারি।

1) Unconscious sensation.

2) Conscious sensation.

Unconscious sensation:(Peristalsis) মুখগহ্বর থেকে খাদ্যবস্তু যে প্রক্রিয়া দ্বারা খাদ্যনাদের মধ্য দিয়ে পাকস্থলীতে যায়। এটি Consciously আমরা অনুভব বা উপলব্ধি করতে পারি না। Blood pressure এটিও Unconscious sensation এর অন্তর্ভুক্ত। 

Conscious sensation: কিছু কিছু sensory information সম্পর্কে আমরা সম্পূর্ণ Conscious. যেমন কেউ শরীরে Touch করলে আমরা সহজেই উপলব্ধি করতে পারি।

Motor peripheral nervous system কে আমরা আবার দুইটি ভাগে ভাগ করতে পারি। Autonomic motor response কে আমরা আবার দুইটি ভাগে ভাগ করতে পারি।

Motor PNS
Motor PNS

Motor PNS 

Somatic motor response                                       Autonomic motor response 

                                                                              Sympathetic nervous system 

                                                                                Parasympathetic nervous system 

কিছু Motor nerve আছে যেগুলো আমরা Voluntary control দ্বারা নিয়ন্ত্রণ করতে পারি। যেমন কোন খাদ্য বস্তু আমি চাইলে খেতে পারি আবার নাও খেতে পারি। এটি আমরা সিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেমের ব্যবহার দ্বারা করতে পারি। তবে কোন খাদ্যদ্রব্য একবার খেয়ে ফেললে পেটের ভিতরে গিয়ে তার Digestion এবং Sbsorption হয় Automated ভাবে Parasympathetic nervous system এর কারণে। অনেক সময় কোন লোভনীয় খাদ্যবস্ত সামনে দেখলে আমাদের মুখে যে Saliva secretion হয় তাও Automated ভাবে হয়ে থাকে। এগুলোতে প্রভাব রাখে Parasympathetic nervous system. এই সিমপ্যাথেটিক এবং প্যারাসিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেম কিন্তু আমাদের শরীরের ভেতর সর্বদাই অটোমেটিক ভাবে চলমান বা ক্রিয়াশীল অবস্থায় আছে। 

কিন্তু হঠাৎই যদি কোন এমন জরুরি পরিস্থিতি চলে আসে যেখানে Fight and flight করতে হবে সেখানে Sympathetic activity বেড়ে যাবে এবং Parasympathetic activity কমে যাবে। আর আমরা যখন Relaxed mode এ বা বিশ্রামে থাকি তখন অথবা Digestion mode থাকলে তখন উল্টোটা হয় অর্থাৎ প্যারাসিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেমের Activity বেড়ে যায়।

নার্ভাস সিস্টেম ও 12 pair ক্রেনিয়াল নার্ভস
নার্ভাস সিস্টেম

Emergency situation এ যখন Sympathetic nervous system সিস্টেম খুব বেশি Active হয় তখন Sudden fight and flight এর কারণে হার্টবিট বেড়ে যায়, ব্লাড প্রেসার বেড়ে যায়, তখন এদিকেই বেশি ব্যস্ত থাকে সিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেম। Digestion তখন না চললেও হবে।

12 pair cranial nerve এর কাজ ও তার বিবরণঃ

১ নং নার্ভ- Olfactory- নাকের গন্ধ অনুভব হয় এই নার্ভটির কারণে।

২ নং নার্ভ-Optic nerve- চোখে দেখতে পাই এই নার্ভের সাহায্যে।

৩ নং নার্ভ -Oculomotor -চোখকে এদিকে ওদিকে ঘুরাতে সাহায্য করে।

৪ নং নার্ভ-Trochlear-চোখ বা ভ্রু উপরের দিকে তুলতে সাহায্য করে।

৫ নং নার্ভ Trigeminal-মুখের মাংসপেশি এই নার্ভটির সাহায্যে নড়াচড়া করে। আমরা যখন কিছু খাই এই নার্ভ চিবোতে সাহায্য করে।

৬ নং নার্ভ-Abducens- চোখকে আশেপাশে ঘোরায়।

৭ নং নার্ভ-Facial-মুখের মাংসপেশির ক্রিয়াকে সাহায্য করে।

৮ নং নার্ভ-Vestibulo cochlear- এটির দ্বারা কানে শোনার কাজ হয়।

৯ নং নার্ভ -Glosso pharyngeal- খাদ্যবস্তুকে নাড়াচাড়া করে গিলতে সাহায্য করে।

১০ নং নার্ভ -Vagus-ফ্যারিংস, খাদ্যনালী, পাকস্থলী, ফুসফুস, সকলকে নিয়ন্ত্রণ করে ভারসাম্য বজায় রাখে ও তাদেরকে দিয়ে কাজ করিয়ে নেয়।

১১ নং নার্ভ-Accessory-জিহ্বা ও অন্যান্য কিছু মাংসপেশিতে এই নার্ভ ক্রিয়া করে।

১২ নং নার্ভ-Hypoglossal- জিহ্বার মাংসপেশীর উপর ক্রিয়া করে খাবার গিলতে সাহায্য করে।

আরো পড়ুনঃ
থাইরয়েড কমানোর উপায়

ডা. দীপংকর মন্ডল 
রেজিস্টার্ড হোমিওপ্যাথ 
০৬.০৫.২০২৪

——————-

Dr. Dipankar Mondal
Dr. Dipankar Mondal
আমি ডা. দীপংকর মন্ডল। রেজিস্টার্ড হোমিওপ্যাথ। যেকোন নতুন ও পুরাতন রোগের চিকিৎসা করার জন্য যোগাযোগ করুন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments