Monday, May 20, 2024
Homeচিকিতসা দর্শনআইট্রোজেনেসিস কি?

আইট্রোজেনেসিস কি?

আইট্রোজেনেসিস কি?

১৯৭৬ সালে ইভান ইলিচ(Ivan Illich) আইট্রোজেনেসিস শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন।

কোন ক্ষতিকারক চিকিৎসা বিষয়ক কার্যকলাপ যেমন ভুল রোগ নির্ণয়, চিকিৎসকের অবহেলা,  অতিরিক্ত ঔষধের ব্যবহার দ্বারা যখন রোগীর ক্ষতিকারক জটিলতা তৈরি হয় তখন তাকে আইট্রোজেনেসিস বলে। যেমন আধুনিক শিল্পোন্নত সমাজে অতিমাত্রায় অপ্রয়জনীয় ঔষধের ব্যবহার দ্বারা জীবন মান নষ্ট করা হচ্ছে।

ভুল অঙ্গ কেটে ফেলা, ঔষধের মিথষ্ক্রিয়া, চিকিৎসা ত্রটি, ঔষধের প্বার্শপ্রতিক্রিয়া, চিকিৎসা ত্রুটি এরুপ সুস্পষ্ট ঘটনাবলী দ্বারা রোগী প্রত্যক্ষভাবে ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আইট্রোজেনেসিস কি?
আইট্রোজেনেসিস

এক হিসাবে দেখা যায় ২০১৩ সালে আমেরিকায় প্রায় আনুমানিক ১,৪২,০০০ লোক চিকিৎসা প্রতিকূলতার প্রভাবে মারা যায়। অন্য এক হিসাবে এই সংখ্যা আরো বেশি হতে পারে। বর্তমানে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই প্রতি বছর আনুমানিক ২,২৫,০০০ জন ব্যক্তির প্রতি বছর মৃত্যু হচ্ছে iatrogenic disease এ আক্রান্ত হওয়ার দ্বারা।

চিকিৎসক, নার্স, ডেন্টিস্ট, মনোবিজ্ঞানী,  ফার্মাসিস্ট,  বা অন্য কোনও স্বাস্থ্য পেশাদারের হস্তক্ষেপের ফলে ক্ষতিগ্রস্থ হওয়া বা ঘটে যাওয়া কোনও স্বস্থ্যক্ষয়ই হল iatrogenic Disease.

সহজ কথা, ঔষধজ প্রভাব হেতু, বা চিকিৎসকের ভুলে, বা চিকিৎসকের কারণে যে রোগ হয় তাকে iatrogenic Disease বলে।

—————–
ডাঃ দীপংকর মন্ডল।
রেজিস্টার্ড হোমিওপ্যাথ।
০২/০২/২০২২
Dr. Dipankar Mondal
Dr. Dipankar Mondal
আমি ডা. দীপংকর মন্ডল। রেজিস্টার্ড হোমিওপ্যাথ। যেকোন নতুন ও পুরাতন রোগের চিকিৎসা করার জন্য যোগাযোগ করুন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments