Sunday, May 19, 2024
Homeপ্রাকটিস অব মেডিসিনহাপোথাইরয়েডিজম কিভাবে হয়?

হাপোথাইরয়েডিজম কিভাবে হয়?

হাপোথাইরয়েডিজম কিভাবে হয়?

আমাদের মস্তিষ্কে যে হাইপোথ্যালামাস(hypothalamus) আছে এটি TRH(thyrotropin releasing hormone) হরমোন সিক্রেশন করে। এই হরমোনটি মস্তিষ্কের পিটুইটারি গ্ল্যান্ড(pituitary gland) কে TSH(thyroid stimulating hormone) হরমোন উৎপাদনে উজ্জীবিত করে। এই TSH এসে থাইরয়েড গ্ল্যান্ড কে T3(triiodothyronine) ও T4(thyroxine) হরমোন উৎপাদন করতে উজ্জীবিত করে।

এখন এই পরিস্থিতিতে থাইরয়েড গ্ল্যান্ড যদি সুস্থ থাকে তাহলে রক্তে শরীরের জন্য প্রয়োজনীয় পরিমাণে  T3 ও T4 হরমোন উৎপাদন করে। কিন্তু যদি থাইরয়েড গ্ল্যান্ড কোন কারণে অসুস্থ থাকে তবে সে প্রয়োজনীয় পরিমাণে এই হরমোন উৎপাদন করতে পারে না।

হাপোথাইরয়েডিজম কিভাবে হয়?
Hypothyroidism

ফলে কি হয়?

থাইরয়েড গ্ল্যান্ডের অসুস্থতার ফলে সে যখন T3 ও T4 হরমোন উৎপাদন করতে পারে না, ফলে পিটুইটারি গ্ল্যান্ড সিগন্যাল পায় এবং তার ফলে সে আরো বেশি করে TSH হরমোন উৎপাদন করে চলে যাতে থাইরয়েড গ্ল্যান্ড আরো অধিক পরিমাণে  T3 ও T4 হরমোন উৎপাদন করতে পারে।

এইভাবে পিটুইটারি গ্ল্যান্ড TSH হরমোন উত্তরোত্তর বৃদ্ধি করার ফলেও অসুস্থ থাইরয়েড গ্ল্যান্ড T3 ও T4 হরমোন উৎপাদন করতে পারে না। এদিকে রক্তে TSH এর পরিমাণ মাত্রাতিরিক্তভাবে বেড়ে যায়।

ব্লাড টেস্ট করালে দেখা যায় রক্তে TSH এর লেভেল উচ্চমাত্রায় রয়েছে কিন্তু রক্তে T3 ও T4 হরমোনের উপস্থিতি কম পাওয়া যায়।

এই পরিস্থিতিকেই হাইপোথাইরয়েডিজম বলে।

ব্লগে অন্য জনপ্রিয় পোস্টঃ
Clinical blood test রিপোর্ট কিভাবে পড়তে হয়?

ডাঃ দীপংকর মন্ডল
রেজিস্টার্ড হোমিওপ্যাথ
১৯/০২/২০২২
——————————-
Dr. Dipankar Mondal
Dr. Dipankar Mondal
আমি ডা. দীপংকর মন্ডল। রেজিস্টার্ড হোমিওপ্যাথ। যেকোন নতুন ও পুরাতন রোগের চিকিৎসা করার জন্য যোগাযোগ করুন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments