Sunday, May 19, 2024
Homeপ্রাকটিস অব মেডিসিনকোষ্ঠবদ্ধতার হোমিওপ্যাথিক চিকিৎসা‌

কোষ্ঠবদ্ধতার হোমিওপ্যাথিক চিকিৎসা‌

কোষ্ঠবদ্ধতার হোমিওপ্যাথিক চিকিৎসা‌ঃ

Constipation বা কোষ্ঠবদ্ধতার খুব সুন্দর চিকিৎসা রয়েছে হোমিওপ্যাথিতে। প্রায়শই আমাদের কোষ্ঠকাঠিন্যের রোগীর চিকিৎসা করতে হয়। Constipation বা কোষ্ঠবদ্ধতা এর ক্ষেত্রে কেন্ট রেপার্টরি তে Medicine in general অনেকগুলো ঔষধ আছে। কিন্তু আমরা একটু খেয়াল করলে দেখব যে Constipation নানা ধরনের হয়ে থাকে। বিভিন্ন ধরনের কন্সটিপেশনের জন্য বিভিন্ন প্রকারের ঔষধ বিবেচনায় রাখতে হবে। নিম্নে কেন্ট রেপার্টরি অনুসারে কনস্টিপেশনের চিকিৎসা তুলে ধরলাম।

Constipation, constant desire: কোষ্ঠবদ্ধতা তবে অবিরত মালত্যাগের ইচ্ছা NUX-V, Sulph, Sil, Plb, Puls, Con

Constipation difficult school: এই রুব্রিকটির অর্থ হল রোগীর মল খুবই শক্ত থাকে এবং তার পায়খানা করতে খুবই কষ্ট হয়। এই লক্ষণের উপর যে সকল ঔষধ বিবেচনা করতে হবে তা হল ALUM, ANT-C, BRY, CAUST, GRAPH, HEP, LACH, NAT-M, NIT-AC, NUX-V, OP, RUTA, SEP, SIL, SEL, THUJ ইত্যাদি সহ আরো অনেক ঔষধ আছে কেন্ট রেপার্টরিতে। লক্ষণ সাদৃশ্য অনুযায়ী রোগীকে ঔষধ প্রয়োগ করতে হবে।

Constipation natural stool: রুব্রিকটির অর্থ হলো রোগীর মল স্বাভাবিক, খুব শক্ত বা খুব নরম কোনটিই নয়। তবুও রোগীর পায়খানা করতে খুবই কষ্ট হয়। প্রচন্ড বেগ দিতে হয় মলত্যাগ করতে। এই লক্ষণে যে ঔষধগুলো বিবেচনা করতে হবে- PSOR, SIL ইত্যাদি।
Constipation soft stool: রুব্রিকটির অর্থ হল রোগীর মল তুলনামূলক অনেক নরম তবুও রোগীকে অনেক প্রেসার দিয়ে, খুব কোথ দিয়ে, কষ্ট করে পায়খানা করতে হয়। এই লক্ষণে যে সকল ওষুধ বিবেচনা করতে হবে ALUM, HEP, SEP, NUX-M, Anac, Calc-p, Carb-v, Nat-m, Sil, Ruta আরো বেশ কিছু ঔষধ কেন্ট রেপার্টরিতে আছে।

কোষ্ঠবদ্ধতার হোমিওপ্যাথিক চিকিৎসা‌
কোষ্ঠবদ্ধতা

Constipation stool recedes: রুব্রিকটির অর্থ হলো রোগীর মল কিছুটা বের হয়ে আবার ভেতরে ঢুকে যায়। এই লক্ষণে উপযুক্ত ঔষধ গুলো হল OP, SIL, Thuj, Nat-m, Lac-d, Mag-m, Sanic ইত্যাদি।

Constipation drugs after abuse of: অর্থাৎ কোন ঔষধের অপব্যবহারের পর কোষ্ঠবদ্ধতা দেখা দিলে COLOC, NUX-V, Bry, Hydrastis, Op

Constipation dryness of rectum, from: রুব্রিকটির অর্থ হলো কোষ্ঠবদ্ধতা সরলান্ত্রের শুষ্কতা হেতু। অর্থাৎ মলদ্বারের ভেতর শুষ্কতা জনিত কারণে যদি কারো মলত্যাগে কষ্ট হয় সেক্ষেত্রে যে ঔষধ বিবেচনা করতে হবে তা হল Alum ইত্যাদি।

Constipation home, when away from: বাড়িতে থাকাকালে সব কিছু ঠিক আছে কিন্তু কোথাও বাইরে বের হলেই তখন পায়খানা শক্ত হয়ে যায় Lyc, Alum, Op, Nux-v

Constipation insufficient incomplete unsatisfactory stool: রুব্রিকটির অর্থ হল রোগীর মল খুবই কম এবং পায়খানা সম্পূর্ণ ক্লিয়ার হয় না এবং অবশেষে তৃপ্তি শূন্য হয়ে বাথরুম থেকে ফিরে আসে। মনে হয় আবার বাথরুমে যেতে পারলে ভালো হতো!

এবং এভাবে রোগী বারবার পায়খানায় যায় ALOE, Alum, Anac, Bar-c, Bry, Benz-ac
Constipation, menses before: কোষ্ঠবদ্ধতা শুধুমাত্র ঋতুস্রাবের পূর্বে, অন্য সময় রোগী ভালো থাকে। KALI-C, SIL, Graph, lach

Constipation menses, during: ঋতুস্রাবের সময়কালীন রোগীর পায়খানা শক্ত থাকে APIS, GRAPH, KALI-C, NAT-M, SEP, SIL, PLAT

Constipation old people বৃদ্ধ লোকদের কোষ্ঠবদ্ধতায় ANT-C, Phos, Bry, Con, Calc-p, Lach, Nux-v, Op, Sulph

Constipation portal stasis, from যকৃতের ক্রিয়াশূন্যতা থেকে কোষ্ঠবদ্ধতা AESC, NUX-V, SULPH, Aloe

Constipation pregnancy during: গর্ভকালীন সময়ে রোগীর পায়খানা শক্ত হয়ে যায় NUX-V, NAT-S, SEP, PLB, Op, Alum, Bry, Lyc, Hydr, Puls আরো বেশ কিছু ঔষধ আছে কেন্ট রেপার্টরিতে এই রুব্রিকের অবলম্বনে।

Constipation sedentary habits, from এই রুব্রিকে যারা বসে বসে দিন কাটায়, অলস কর্মজীবনে অভ্যস্ত তাদের কোষ্ঠবদ্ধতার কথা বলা হচ্ছে। এই রুব্রিকে NUX-V, PLAT, Op, Bry, Sep, Sulph, Ambr এই সকল ঔষধগুলো কে বিবেচনা করতে হবে।

Constipation standing, passes stool easier when: দাঁড়িয়ে মলত্যাগ করা বরং বেশি সহজ। Causticum

Constipation stool remains long in the rectum with no urging: অর্থাৎ রোগীর মালাশয়ে দীর্ঘদিন পর্যন্ত মল জমা হতে থাকে কিন্তু বাথরুমের কোন বেগ আসে না। ২/৩ দিন এমনকি ৫/৭ দিন বাদে হয়ত একবার কিছুটা মলবেগ আসে GRAPH, OP Alum, Lach, bry, sep

ডাঃ দীপংকর মন্ডল
রেজিস্টার্ড হোমিওপ্যাথ

———————–

Dr. Dipankar Mondal
Dr. Dipankar Mondal
আমি ডা. দীপংকর মন্ডল। রেজিস্টার্ড হোমিওপ্যাথ। যেকোন নতুন ও পুরাতন রোগের চিকিৎসা করার জন্য যোগাযোগ করুন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments