দাঁতের এ্যানাটমী

দাঁতের এ্যানাটমীঃ

১) দাঁত দুই প্রকারেরঃ
1. Deciduous teeth (দুধ দাঁত) বা Primary teeth.
2. Permanent teeth বা স্থায়ী দাঁত।
২) শিশু জন্মানোর পর ৬ মাস থেকে ৩ বছরের মধ্যে সকল দুধ দাঁত(Deciduous Teeth) বা Temporary Teeth উঠে যায় এবং তা ৬ বছর বয়সে আবার পড়ে গিয়ে Permanent Teeth স্থায়ী দাঁত ওঠে।
৩) একজন প্রাপ্তবয়স্ক মানুষের মুখের ভেতরে নীচের সারিত ১৬ টি ও উপরের সারিতে ১৬ টি করে সর্মোমোট ৩২ টি দাঁত (Permanent Teeth) থাকে।
Teeth


৪) সাধারণত ১২ বছর বয়সের ভেতর (১৪×২)=২৮ টি দাঁত উঠে যায়। বাকি ৪ টি দাঁত যেগুলোকে আক্কেল দাঁত
(Wisdom Molar) বলে এগুলো সাধারণত ১৮ থেকে ২৪ বছর বয়সের ভেতর ওঠে।
৫) প্রত্যেক সারির মাড়ির দিক থেকে প্রথম তিনটি দাঁতকে বলে Molars. তার পরের দুটিকে বলে Premolars. তারপর একটি দাঁত Canine. এবং তার পরের দুটো Insisors.
৬) দাঁতের তিনটি অংশঃ
A. Crown- প্রত্যেকটি দাঁতের উপরের আবরণী যে Crown Part তা Enamel দ্বারা গঠিত। এই Enamel আমাদের শরীরের সবথেকে শক্ত অংশ।
B. Neck- Crown এর শেষ এবং রুটের শুরু যে অংশ থেকে এবং যে বরাবর Gum এর শুরু সেটিকে Neck বলে।
C. Root-দাঁতের সবচেয়ে নীচের অংশ Root যেটি Mandible হাড়ের ভেতরে প্রবেশ করেছে। Root এর নিচে Cementum নামক পদার্থের একটি Layer থাকে যেটি নিচের Dentine কে আবৃত করে রাখে।
৭) প্রত্যেকটি দাঁতের Crown part বা  Enamel এর নীচে থাকে Dentine যেটি উপরের Enamel কে সাপোর্ট দেয়।
৮) Dentine এর নীচে আছে Pulp Cavity যার ভেতরে ছড়িয়ে রয়েছে Blood Vessels যেগুলোর মাধ্যমে দাঁতে রক্ত সরবরাহিত হয়।
………………………..
ডা. দীপংকর মন্ডল
ডিএইচএমএস ঢাকা
০৮/১১/২০২১
—————————-

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪