ajkerit

Epistaxis হোমিওপ্যাথিক চিকিৎসা

Epistaxis হোমিওপ্যাথিক চিকিৎসা

Epistaxis কাকে বলে ?
সাধারণত নাকের ছিদ্র দ্বারা যে কোন প্রকার রক্তক্ষরণ হলে সেটিকে মেডিকেলের ভাষায় epistaxis বা nose bleeding বলে। নাকের যেকোনো একটি ছিদ্র বা উভয় নাসারন্ধ্র থেকেই রক্তক্ষরণ হতে পারে।

Epistaxis এর কারণঃ
নাকের ভেতর বা ওই বরাবর যদি কোন blood vessel ছিড়ে যায় তাহলে সেটি থেকে রক্তক্ষরণ হয়ে থাকে। এটি সাধারণত কোন প্রকার Injury বা আঘাত, কোন রাসায়নিকের বিষক্রিয়া, infection, blood vessels এর দুর্বলতা, hemorrhagic diathesis, উচ্চ রক্তচাপ জনিত কারণ, এছাড়াও আরো যে কোন কারনেই নাক থেকে রক্তক্ষরণ হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে শীতকালেই এই এপিসট্যাক্সিস হওয়ার সম্ভাবনা খুব বেশি কেননা এই সময় নাকের ভেতরে শুষ্কতার কারণে এটি হতে পারে। তবে উপযুক্ত কারণ সাপেক্ষে যে কোন সময়ই এটি হওয়ার সম্ভাবনা আছে।

Epistaxis


Epistaxis এর লক্ষণঃ
যেকোনো একটি বা উভয় নাসারন্ধ্র থেকে রক্তক্ষরণ হতে পারে। এছাড়াও থুথুর সাথে, কাশির সাথে এবং বমির সাথে রক্তপাত হতে পারে।
দীর্ঘমেয়াদে বারেবারে এভাবে রক্তক্ষরণ হতে হতে অনেক সময় anaemia বা রক্তস্বল্পতা দেখা দিতে পারে।

Epistaxis এর হোমিওপ্যাথিক চিকিৎসাঃ
সামগ্রিক কেস টেকিং করে লক্ষণ সাদৃশ্যে যেকোনো ঔষধই আসতে পারে।
aconite, sabina, phosphorus, ipicac, ইত্যাদি যেকোনো ঔষধই হতে পারে।

Epistaxis এর ব্যবস্থাপনাঃ
রক্তক্ষরণ কালীন হাতের আঙ্গুল দিয়ে আলতো করে নাকটি কিছুক্ষণ যাবৎ চেপে রাখতে হবে যাতে রক্তক্ষরণ ধীরে ধীরে বন্ধ হয়। অতিরিক্ত রক্তক্ষরণ হতে হতে থাকলে রোগীকে দ্রুত হাসপাতালে পাঠাতে হবে।

————————–
ডাঃ দীপংকর মন্ডল
ডিএইচএমএস(ঢাকা)
১৫/১২/২০২১

————————–

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
ajkerit
ajkerit
ajkerit
ajkerit