ajkerit

Pathological test এর ফলাফল পরিবর্তিত হতে পারে যে কারণে?

pathological test এর ফলাফল পরিবর্তিত হতে পারে যে কারণে

কিছু pathological test এর ফলাফল পরিবর্তিত হতে পারে যে সমস্ত পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে সেই বিষয় নিম্নে আলোচনা করা হল।

Nonfasting বা উপবাস নয় এরূপ পরিস্থিতিতে blood collection ও blood test করলে যে test গুলোর result affected হয়ঃ

1) Glucose.
2) Triglyceride.

অর্থাৎ উপরোক্ত test গুলো অবশ্যই fasting অবস্থায় বা না খেয়ে করতে হয়।

মানসিক চাপ বা Stress অবস্থায় blood test করলে যে test গুলো affected হয়ঃ

1) White blood cell(WBC).
2) Fatty acids.
3) Lactate.
4) Adrenal hormones.

Pathological test


অর্থাৎ এই blood test গুলির result যথাযথ পেতে হলে মানসিক দুশ্চিন্তা মুক্ত অবস্থায় করতে হবে।

Exercise বা শারীরিক কসরত করার সঙ্গে সঙ্গে বা কাছাকাছি সময়ে এই blood test গুলি করলে বা blood collection করলে যে সমস্ত result প্রভাবিত হতে পারেঃ

1) Creatinine   (CK)
2) Fatty acids. (LDH)
3) Lactate. (WBC)
4) Sex hormones
5) Aldolase.    (AST)

অর্থাৎ এই blood test গুলো করার পূর্বে বা কাছাকাছি সময়ে দৌড়াদৌড়ির কাজ, খেলাধুলা বা হাঁটাহাঁটি করা যাবে না।

Alcohol গ্রহণের পর blood collection করে সেই রক্ত পরীক্ষা করলে যে সমস্ত result প্রভাবিত হতে
পারেঃ

1) Uric acid.
2) triglyceride. (HDL)
3) lactate.           (GGT)

Tobacco বা যে কোন format এ তামাক গ্রহণের পর blood test করলে যেসব result affected হয়ঃ

1) Hemoglobin.
2) WBC.
3) cortisol.
4) Cathecholamines.

অর্থাৎ এই সমস্ত blood test করার পূর্বে বিড়ি, সিগারেট, জর্দা, গুল বা যেকোন ফর্মেই হোক না কেন তামাক সেবন থেকে বিরত থাকতে হবে।

Posture (দেহের অবস্থান বা ভঙ্গিমা) বা দেহভঙ্গির বিভিন্ন পরিস্থিতির কারণে যে সমস্ত test এর results প্রভাবিত হতে পারেঃ

1) Algemeen        (lipids-billirubin).
2) total protein  (calcium).
3) RBC            (enzymes).
4) WBC

অর্থাৎ সঠিক posture মেনে উক্ত test গুলির ক্ষেত্রে blood collection ও blood test করতে হবে।

Diuranal variation এর কারণে যে test গুলোর result প্রভাবিত হতে পারেঃ

1) WBC.
2) Serum iron.
3) Cortisol.

উপরোক্ত বিভিন্ন পরিস্থিতিতে blood collection ও blood test করলে টেস্টের result বা ফলাফলে ভিন্নতা পাওয়া যেতে পারে। তাই সাধারণ মানদণ্ড বজায় রাখতে উপরোক্ত বিষয়গুলোতে সচেতন থাকতে হবে তবেই যথাযথ ফলাফল পাওয়া যাবে।

ডাঃ দীপংকর মন্ডল
ডিএইচএমএস(ঢাকা)
০১/০১/২০২২

————————-

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
ajkerit
ajkerit
ajkerit
ajkerit