রক্তে সুগারের মাত্রা কেন বাড়ে?

রক্তে সুগারের মাত্রা কেন বাড়ে?

আমরা যখন আমাদের রক্তের blood sugar টেস্ট করায় তখন যদি দেখি blood sugar এর মাত্রা বেশি সেটি ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ বলেই আমরা ধরে থাকি। বস্তুত অধিকাংশ ক্ষেত্রেই diabetes mellitus এর কারনে রক্তে blood sugar এর মাত্রা বেড়ে যায়।

কিন্তু diabetes mellitus ছাড়াও আরো অনেক রোগ আছে যেগুলোর কারণে রক্তে blood sugar বেশি হতে পারে। এই রোগগুলির সম্বন্ধে ও আমাদের যথাযথ ধারণা রাখতে হবে। কেননা blood sugar মানেই শুধু ডায়াবেটিস মেলিটাস নয়। অন্যান্য ওইসব রোগগুলোকেও নির্দেশ করে থাকে রক্তে blood sugar এর আধিক্য।

Diabetes


সেই রোগগুলো হলো-
1) Diabetes mellitus
2) Hyperthyroidism
3) Pancreatitis
4) Renal failure
5) Liver disease
6) Pituitary tumor
7) Malnutrition
এছাড়াও কিছু aromatic ঔষধ সেবনের পর রক্তে সুগার বেড়ে যেতে পারে।

রক্তে সুগার কেন কমে?

কিছু ক্ষেত্রে আমাদের রক্তে blood sugar কম দেখা যেতে পারে। কিছু রোগের কারণে শরীরে blood sugar মাত্রা কমে যায়। সেই রোগগুলোর সম্বন্ধেও আমাদের যথাযথ ধারণা রাখতে হবে।

সেই রোগ গুলো হলো-
1) Insulinoma
2) Hypothyroidism
3) Hypopituitarism
4) Addison’s disease
5) Hepatic necrosis
6) Excessive exercise
7) Anxiety
এছাড়াও কিছু aromatic ঔষধ সেবনের পর রক্তে সুগার কমে যেতে পারে।

ডাঃ দীপংকর মন্ডল
ডিএইচএমএস (ঢাকা)
০৯/০১/২০২২

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪