রক্তে Urea কমবেশি কোন রোগের ইঙ্গিত দেয়?

রক্তে Urea কমবেশি কোন রোগের ইঙ্গিত দেয়?

Urea একটি রাসায়নিক যৌগ এবং বর্জ্য পদার্থ(end product). এটি প্রস্রাব দ্বারা নির্গত হয়ে আমাদের শরীর থেকে বের হয়ে যায়। শরীরে protein metabolism এর ফলে urea বর্জ্য আকারে প্রস্রাব দ্বারা নির্গত হয়।

রক্ত দ্বারা বাহিত হয়ে urea কিডনিতে পৌঁছায়। এবং কিডনি দ্বারা এই urea প্রসাবের সাথে নির্গত হয় বা বের হয়ে যায়। রক্তে ইউরিয়ার উচ্চ বা নিম্ন হার কিছু শারীরিক অসুস্থতার ইঙ্গিত দেয়।

সাধারণত কিডনির কোনো অসুস্থতা বা রোগের কারণে কিডনি urea কে বর্জ্য হিসেবে প্রস্রাবের সঙ্গে বের করে দিতে সক্ষম হয় না। তার ফলে urea আবার রক্ত প্রবাহে ফিরে আসে।

যে সব কারনে রক্তে Urea বেশী থাকেঃ
Renal disease
Acute glomerulonephritis
Diabetes mellitus
Diarrhoea
Severe dehydration
Nephrotic syndrome
Gastrointestinal bleeding
Severe infection
Obstructive uropathy
Congestive heart failure
Acute myocardial infarction
Mercury poisoning
High protein diet
Shock

Blood Urea


যে সব কারনে রক্তে Urea কম থাকেঃ
Nephrosis
Over rehydration
liver failure
Нерatitis
Malnutrition
Hemodialysis
Pregnancy
Diet inadequate in protein
Alcohol abuse
Celiac disease
Late pregnancy
Increased ADH

রক্তে urea প্রকৃত অর্থেই ক্ষতি বা মারাত্মক অসুস্থতার কারণ হয়। রক্তে urea এর আধিক্য বিভিন্ন হরমোনের কার্যকারিতায় অব্যবস্থাপনা ও বিপাকীয় প্রক্রিয়ায় ভারসাম্যহীনতা আনয়ন করে।

সঠিক চিকিৎসায় এই রোগ আরোগ্য হয়। তবে যথা সময়ে সঠিক চিকিৎসা না করালে রক্তে urea জমে থাকার কারণে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।

ডাঃ দীপংকর মন্ডল
ডিএইচএমএস(ঢাকা)
১০/০১/২০২২

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪