ajkerit

Thoracic Skeleton এর বিস্তারিত

Thoracic Skeleton এর বিস্তারিত

আমাদের বুকের সবগুলো হাড় মিলে একটি খাঁচা মতন। এই খাচার ভেতর মানবদেহের vittal organ গুলো-
যেমন heart, lungs, liver ইত্যাদি সুরক্ষিত থাকে। বুকের খাঁচার হাড়গুলো(ribs) পেছনে vertebra এর সাথে এবং সামনে sternum এর সঙ্গে যুক্ত থাকে।

বুকের খাঁচায় সর্বমোট ১২ জোড়া ribs থাকে। এর প্রত্যেকটি ribs এর পেছনের অংশ (যেটিকে  posterior end বলে) পেছনে vertebra এর সাথে এবং সামনের অংশ(যেটিকে anterior end বলে) কার্টিলেজ সহ sternum এর সাথে যুক্ত থাকে। শুধু দুইটা ribs, sternum এর সাথে যুক্ত থাকে না। ribs দুটি হলো 11th rib এবং 12th rib. এই কারণে এই দুটি ribs কে floating ribs বলে।

Thoracic Skeleton


এই ১২ জোড়া ribs এর 1st ribs থেকে 2nd ribs  বড়। আবার 3rd থেকে 4th rib বড়। এভাবে 1st ribs থেকে 7th rib পর্যন্ত প্রত্যেকটা ribs ক্রমশ বড়।

তবে 7th ribs থেকে নিচের দিকে 12th ribs পর্যন্ত ribs গুলো পরষ্পর ক্রমশ ছোট। যেমন 7th ribs থেকে 8th rib ছোট। আবার 8th rib থেকে 9th rib আরো ছোট। অর্থাৎ thoracic skeleton এ 7th rib টি হলো সবথেকে বড়।

এই ribs গুলোর প্রথম  ৭ জোড়া ribs কে true ribs বলে এবং অবশিষ্ট ৫ জোড়া ribs কে false ribs বলে। পরস্পর দুটি এর মাঝে যে muscle থাকে তার নাম intercostal muscle.

বুকের খাঁচার একদম সামনের দিকে থাকে sternum এবং costal cartilage.

ডাঃ দীপংকর মন্ডল
ডিএইচএমএস(ঢাকা)
০৯/০১/২০২২

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
ajkerit
ajkerit
ajkerit
ajkerit