ajkerit

অনলাইনে শুষ্ক একজিমার চিকিৎসা করলাম

অনলাইনে শুষ্ক একজিমার চিকিৎসা

অনলাইনে একজন রোগীর শুষ্ক একজিমার চিকিৎসা করলাম। রোগী ২০ বছরেরও অধিক সময় যাবৎ এই রোগে ভুগছেন। পূর্বে এই রোগের অনেক চিকিৎসা করিয়েছেন। আমি কোন কোন সিম্পটমসকে গুরুত্ব দিয়ে কেন ও কি চিকিৎসা করলাম তা বিস্তারিত এখানে তুলে ধরলাম।

রোগীর নামঃ—————
বয়স ৩২ বছর।
স্থানঃ ঢাকা।

Skin eruption


প্রধান অভিযোগ:
মাথা, কনুই এবং শরীরের অন্যান্য অংশে শুকনো একজিমা, ২০ বছরেরও বেশি সময় ধরে।
চুলকানির পরে জ্বালা।
(রাতে চুলকানির বৃদ্ধি)

মানসিক সাধারণ লক্ষণ:
অতিরিক্ত রাগ
(সান্ত্বনায় বৃদ্ধি)
বিভ্রম- যেন কেউ পিছন থেকে অনুসরণ করছে
সাপ, মৃত ব্যক্তির স্বপ্ন
বজ্রপাতের ভয়

শারীরিক সাধারণ লক্ষণ:
গরমকাতর রোগী
হাতের তালু এবং পায়ের তালুতে ঘাম (গন্ধ+++)
সূর্যের তাপ অসহ্য
স্নান পছন্দ
মল কঠিন-শ্লেষ্মা সহ (টক গন্ধযুক্ত)
সমসৃত স্রাবে টক গন্ধ
(ঘাম, মল, প্রস্রাব, লালা ইত্যাদি)
ঘুমালে মুখ থেকে লালা পড়ে
মলত্যাগ করতে অনেক সময় লাগে
ঘাম+++(গন্ধ)
তৃষ্ণা+
আকাঙ্ক্ষা-লবণ ++++
বিতৃষ্ণা- টক, মিষ্টি

আঙ্গিক লক্ষণ:
চর্মরোগ(শুকনো একজিমা)
শীতে পায়ের গোড়ালি ফাটে
বাম পার্শ্বগত মাথাবেদনা যা মাঝরাত্রে বৃদ্ধি

মন্তব্যঃ
রোগীকে প্রধানত এন্টিসোরিক এবং এন্টিসিফিলিটিক চিকিৎসা করতে হবে। এন্টিসিফিলিটিক হিসেবে রোগীর ভেতর মার্ক সলের লক্ষণ আছে। এছাড়া নেট্রাম মিউরের লক্ষণ রোগীর ভেতর আছে। থুজার মানসিক সিম্পটমস ও অন্যান্য কিছু লক্ষণ আছে। এবং হ্যানিম্যানের পরামর্শ অনুযায়ী অবশেষে একটি এন্টিসোরিক ঔষধ দিয়ে চিকিৎসা শেষ করতে হবে। সেটি পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে দেখা যাবে। এই মুহূর্তে রোগীকে মার্কসল 10m ২ টি ডোজ শক্তি পরিবর্তনের রীতিতে প্রেসক্রিপশন করা হলো।

ডাঃ দীপংকর মন্ডল
ডিএইচএমএস(ঢাকা)
০২/০১/২০২২

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
ajkerit
ajkerit
ajkerit
ajkerit