OrdinaryITPostAd

গ্রন্থি কত প্রকার? এর কাজ কি?

গ্রন্থি কত প্রকার? এর কাজ কি?

আমাদের শরীরের অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে যা আমাদের শরীরের গ্লান্ডগুলো করে থাকে। মানব শরীরের গ্লান্ডগুলোকে সাধারণত দুই শ্রেণীতে ভাগ করা যায়।
১) এন্ড্রোক্রাইন(Endocrine Gland) গ্ল্যান্ড।
২) এক্সোক্রাইন(Exocrine Gland) গ্লান্ড।
এন্ডোক্রাইন গ্ল্যান্ডঃ সাধারণত এন্ডোক্রাইন গ্লান্ডগুলো শরীরের প্রয়োজনীয় হরমোন উৎপাদন করে সেগুলো সরাসরি আমাদের শরীরে প্রবাহিত রক্তস্রোতের(Bloodstream) সাথে মিশিয়ে দেয়। 

এই জাতীয় হরমোন দ্বারা আমাদের শরীরের যে সমস্ত কাজ সম্পাদিত হয় তা হলো-
১) শরীরের মেটাবলিজম।
২) ফিজিক্যাল গ্রোথ।
৩) রিপ্রোডাকশন।
৪) মোড।
 আমাদের শরীরের এন্ডোক্রাইন গ্ল্যান্ড গুলো হল-
1) Adrenal gland/Suprarenal gland.
2) Thyroid gland.
3) Hypothalamus.
4) Pineal gland.
5) Pituitary gland.

এছাড়াও আমাদের শরীরের কিছু অঙ্গ আছে যেগুলোতে এন্ড্রোক্রাইন টিস্যু থাকে এবং সেগুলো গ্ল্যান্ডের ন্যায় ক্রিয়া করে থাকে, যেমন-
1) Pancreas.
2) testis.
3) Ovary.
4) kidney.
২) এক্সোক্রাইন গ্লান্ডঃ এক্সোক্রাইন গ্লান্ডগুলো মূলত কোন হরমোন উৎপাদন করে না। এগুলো যে সমস্ত বস্তু শরীরে তৈরি করে তা হরমোন নয় বরং এমন কিছু বিষয়বস্তু যেগুলো শরীরে অবস্থিত নালিপথ দ্বারা শরীরের বহিরাংশে বের হয়ে যায়।
যেমন-
ঘর্ম, লালাস্রাব, অশ্রু ইত্যাদি……
এগুলো কোন হরমোন নয়।
এক্সোক্রাইন গ্লান্ড আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে থাকে। কেননা এই গ্লান্ডগুলি কর্মক্ষম থাকে বিধায় আমাদের শরীরে তাপমাত্রার আদর্শ মান বজায় থাকে। আমাদের চোখকে কার্যকরীভাবে চলমান থাকতে সহায়তা করে। আমাদের চর্মকে মসৃণ ও লাবণ্যময় রাখে। বাচ্চাকে মায়ের দুধ পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করতে সহায়তা করে।

যে গ্লান্ডগুলো এক্সোক্রাইন গ্লান্ড নামে পরিচিত সেগুলো হলো-
1) Sweat gland.
2) Salivary gland.
3) Sebaceous gland.
4) Mammary gland and.
5) prostate gland.
আমাদের শরীরে লিম্ফগ্রন্থি নামে আরেকটি গ্ল্যান্ডের কথা বলা হয়ে থাকে। কিন্তু বাস্তবিক অর্থে এটি কোন গ্লান্ড নয়। এটি আমাদের ইমিউন সিস্টেমের(Immune System) একটি অংশমাত্র, এটি আমাদের শরীরকে ইনফেকশনের হাত থেকে রক্ষা করতে যুদ্ধ করে সহায়তা করে থাকে।
আমাদের শরীরে তিনজোড়া Salivary Gland আছে যেগুলো এক্সোক্রাইন গ্লান্ডের  অন্তর্ভুক্ত………
১)কানের ঠিক নিচে সামনের দিকে দুটি প্যারোটিড গ্ল্যান্ড(Parotid Gland) থাকে।
২) জিহ্বার ঠিক নিচে সামনের দিকে দুটি Sublingual Gland থাকে।
৩) চোয়ালের ঠিক নিচে দুটি গ্ল্যান্ড থাকে যাকে Submandibular Gland.
 বলে।
আমাদের শরীরে দুইটি এমন গ্লান্ড আছে যেগুলোকে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলা যায় আবার তাদের এক্সোক্রাইন গ্লান্ডও বলা হয়। অর্থাৎ তারা যৌথভাবে এন্ডোক্রাইন ও এক্সোক্রাইন গ্ল্যান্ড।
সেই দুটি গ্ল্যান্ড কি?
সেই দুটি গ্ল্যান্ড হল-
১) লিভার (Liver).
২) প্যানক্রিয়াস(Pancreas).
লিভার এবং প্যানক্রিয়াস দুটি গ্রন্থি এন্ডোক্রাইন কেননাঃ
এরা এদের নিঃসৃত রস সরাসরি রক্ত প্রবাহে(Bloodstream) মিশিয়ে দেয়।
লিভার এবং প্যানক্রিয়াস দুটি গ্রন্থি এক্সোক্রাইন ‌কেননাঃ
এরা এদের নিঃসৃত রস Bile এবং Pancreas Juice গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্রাক্ট এ পাঠায় কিছু Serese of duct দ্বারা।
উপরের আলোচনায় আমরা মানব শরীরের গ্লাডের এনাটোমিক্যাল ধারণা পেলাম।
……………………
দীপংকর মন্ডল।
ডি.এইচ.এম.এস (বিএইচবি)
১৫/০৩/২০২১

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪