ajkerit

হোমিওপ্যাথিতে একই সঙ্গে একাধিক ঔষধ প্রয়োগের যৌক্তিকতা আছে কি?

হোমিওপ্যাথিক চিকিৎসা অনুযায়ী কোন রোগীকে একই সঙ্গে একাধিক শক্তিকৃত ঔষধ প্রয়োগ করা যুক্তিসঙ্গত নয়। কেননা শক্তিকৃত হোমিওপ্যাথিক একাধিক ঔষধ একই সঙ্গে রোগী শরীরে ক্রিয়াশীল হলে বিরূপ প্রতিক্রিয়া আনয়ন করতে পারে। কিছু ক্ষেত্রে একটি ঔষধ অপরটিকে ক্রিয়া করতে বাধা প্রদান করে। এবং কিছু ক্ষেত্রে তা রোগীদেহে মারাত্মক ক্ষতির কারণও হতে পারে।

বিষয়টি উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করা যাক………..

ধরা যাক কোন একটা হোমিওপ্যাথিক ঔষধের স্বভাব Constipation বা কোষ্ঠকাঠিন্য তৈরি করা।
আর অন্য কোন একটি ঔষধের স্বভাব Loose Stool বা পাতলা পায়খানা তৈরি করা।
এখন যদি এই দুইটি ঔষধ কোন ব্যক্তি একসাথে খেতে থাকে তাহলে কি হবে?
যে ঔষধটি কনস্টিপেশন তৈরি করে সেটি পায়খানা কে শক্ত করতে থাকবে, পায়খানাকে কঠিন করবে…….

আর যে ঔষধটি লুজ স্টুল তৈরি করে সেটি পায়খানা নরম করবে বা নরম করার চেষ্টা করতে থাকবে…….
এক্ষেত্রে দুইটি ঔষধের বিপরীতমুখী ও সাংঘার্ষিক ক্রিয়া রোগীদেহে একই সঙ্গে প্রতিক্রিয়া করতে থাকবে।
একই সাথে, একই সময়ে যদি দুইটি বিপরীতমুখী বৈশিষ্ট্যের ঔষধের ঔষধজ প্রভাব শরীর যন্ত্রের উপর ক্রিয়া করতে থাকে, তাহলে জীবনীশক্তি বা Vital Principal এর উপর একটা প্রবল উৎপাত শুরু হয়……….

এছাড়াও Inimical বা শত্রুভাবাপন্ন ঔষধ ও Antidote এর মত কিছু ব্যাপার আছে।
এজন্যই কোন রোগীকে হোমিওপ্যাথিতে দুইটি বা ততধিক শক্তিকৃত ঔষধ একসাথে প্রয়োগ করা হয় না।
আর যে ক্ষেত্রে অবধারিতভাবে রোগীকে দুইটি ভিন্ন শক্তিকৃত ঔষধ বা ততোধিক শক্তিকৃত ঔষধ প্রয়োগের প্রয়োজন হয়, তখন একটি ঔষধের ক্রিয়া শেষ হলে তারপর পরবর্তী ঔষধ প্রয়োগ করতে হয়।

তবে ঔষধগুলোর মধ্যে সম্বন্ধ যদি Complementary বা অনুপূরক বা পরিপূরক ধরনের হয়, তবে সে ক্ষেত্রে একটির ক্রিয়াকে অপরটি বর্ধিত বা সুসম্পন্ন করে। এক্ষেত্রে প্রথম ঔষধটি যে পর্যন্ত কাজ করে রেখেছিল, দ্বিতীয় ঔষধটি সেখান থেকেই‌ কাজ শুরু করে ও কাজটি সুসম্পন্ন করে। সেক্ষেত্রে ঔষধের ক্রিয়াকালের সমাপ্তি পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নাও হতে পারে।
তাই অবশ্যই হোমিওপ্যাথিক ঔষধ রোগীকে প্রয়োগের সময় অনুপূরক, পরিপূরক, বা সত্রুভাবাপন্ন ঔষধ সম্বন্ধে পরিপূর্ণ ধারণা থাকা চাই।
……………………
দীপংকর মন্ডল।
ডি.এইচ.এম.এস (বিএইচবি)
১৫/০৩/২০২১

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
ajkerit
ajkerit
ajkerit
ajkerit