হোমিওপ্যাথিক ঔষধের শক্তিককরন পদ্ধতি

হোমিওপ্যাথিক ঔষধ শক্তিকৃত করতে তিনটি পদ্ধতি বা রীতি ব্যবহৃত হয়।

১) দশমিক রীতি বা পদ্ধতি।
 
২) শততমিক রীতি বা পদ্ধতি।
 
৩) ৫০ সহস্রতমিক রীতি বা পদ্ধতি
দশমিক রীতিঃ দশমিক পদ্ধতির ঔষধ প্রস্তুতের রীতি ডাঃ হেরিং দ্বারা প্রবর্তিত হয়।এই পদ্ধতিতে নয় ভাগ ভেষজবহের সাথে এক ভাগ মূল ঔষধ উপাদান মিশ্রণ করা হয়। এই মিশ্রণটি এক ঘন্টা যাবত কাল খল দ্বারা পিষে ঘর্ষণ করা হয়। এই প্রকারে ঔষধ এর প্রথম দশমিক শক্তি প্রস্তুত করা হয়ে থাকে।
ঔষধের দ্বিতীয় দশমিক শক্তি প্রস্তুত করতে এই প্রস্তুতকৃত প্রথম দশমিক শক্তির এক ভাগ ও তার সাথে নয় ভাগ ভেষজবহ মিশ্রন করে পূর্বোক্ত একই নিয়মের অবলম্বন করা হয়।
এই ঔষধের শক্তিকে X চিহ্ন  দ্বারা প্রকাশ করা হয়। অথবা বাংলাতে ‘দ’ চিহ্ন দ্বারা এই শক্তির ঔষধ কে চিহ্নিত করা হয়।
যেমনঃ নাক্স ভম 6X.
এটি দ্বারা দশমিক পদ্ধতির 6 শক্তির নাক্স ভোমিকা ঔষধ কে বোঝায়।
শততমিক রীতিঃ
মহাত্মা হ্যানিম্যান স্বয়ং নিজে এই রীতির প্রবর্তন করেন। হোমিও ঔষধ প্রস্তুতের শততমিক রীতি অনুযায়ী এক ভাগ মুল অরিস্টের সাথে নিরানব্বই ভাগ সুরাসার মিশ্রন ও নির্দিষ্ট সংখ্যক ঝাঁকির দ্বারা প্রথম শক্তির ঔষধ তৈরি হয়। পরবর্তীতে এই নিয়মের পুনরাবৃত্তি দ্বারা দ্বিতীয় শক্তির ঔষধ প্রস্তুত হয়ে থাকে।
এই একই নিয়মে ১ম, ২য়, ৩য় ৩০, ২০০ ইত্যাদি উচ্চশক্তির ঔষধ প্রস্তুত হয়ে থাকে। এই শক্তির ঔষধ এর শেষে সংখ্যা বসিয়ে ঔষধের শক্তি প্রকাশ করা হয়ে থাকে।
যেমন সালফার ৩০, ক্যালকেরিয়া কার্ব ২০০ ইত্যাদি।
পঞ্চাশ সহস্রতমিক রীতিঃ এই রীতির প্রবর্তক ও স্বয়ং হ্যানিম্যান নিজে।  তবে হ্যানিম্যানের জীবদ্দশায় এই শক্তির  ঔষধ এর ধারণা পাওয়া যায়নি। তার মৃত্যুর পরে অর্গানন এর ষষ্ঠ সংস্করণে এই শক্তির সন্ধান পাওয়া যায়।
এর মূল উপাদান ৫০ হাজার ভাগের এক ভাগ থাকে আর বাকিটা ভেষজবহ বা সুরাসার থাকে।
১:৫০০০০ এই অনুপাতে মিশ্রনকে হোমিও ফার্মাকোপিয়ার নিয়মানুযায়ী পঞ্চাশ সহস্রতমিক পদ্ধতির প্রথম শক্তির ঔষধ প্রস্তত হয়। এভাবে ক্রমান্বয়ে উচ্চতর শক্তিতে এই ঔষধকে রূপান্তর করা হয়।
0/1 বা LM ইত্যাদি দ্বারা এই পদ্ধতির শক্তির ঔষধের শক্তি কে প্রকাশ করা হয়ে থাকে যেমনঃ লাইকোপোডিয়াম 0/1.
উপরের আলোচনায় হোমিওপ্যাথিক ঔষধ প্রস্তুতির তিনটি পদ্ধতি সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে।
………………………………………………………
লেখকঃ
দীপংকর মন্ডল(ডিএইচএমএস, চতুর্থ বর্ষ,বিএইচবি)
১৬/১১/২০২০ সোমবার।
………………………………………………………
এই ওয়েবসাইটে প্রকাশিত কোন লেখা কপি না করার অনুরোধ রইলো। প্রয়োজনে শেয়ার করুন।
ধন্যবাদ।
………….

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪